আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা), রাজবাড়ী ঃ রাজবাড়ীর কালুখালীতে কালুখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভায় কালুখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম, বর্তমান কমিটির আহবায়ক মোঃ কায়সার আলী, সদস্য সচিব আবু সাঈদ মোল্লা নিলু, সদস্য মুহাম্মদ ফজলুল হক, মোখলেছুর রহমান, রাকিবুল ইসলাম, আবু বকর সিদ্দিক ও আদম আলী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, কালুখালী উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন। উপজেলার মধ্যে অনিয়ম ও অন্যায় কাজ সংঘটিত হলে সাংবাদিকদের মাধ্যমে তথ্য পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। কালুখালীর সকল সাংবাদিক উপজেলা প্রশাসন কে সহযোগীতা করে। আপনাদেরকে সাথে নিয়েই কালুখালী উপজেলার জন্য কাজ করতে চাই।