নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে শহরের ঝিলটুলি অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেনী পেশার উদ্যোগে পুস্প স্তবক অর্পণ করা হয়।
মার্তৃভাষার জন্য শহীদদের স্মরণে প্রথমে এক মিনিট নীরবতা পালন শেষে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে বিএনপিসহ রাজনৈতিক দল, পৌরসভা, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এর আগে রাত ১১টা থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা করতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ।