শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবদল নেতা রাজিব ফরিদপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন সবক অনুষ্ঠান ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফে ৫ শতাধিক দুস্থ জাকেরদের মধ্যে অনুদানের চেক বিতরণ বটিয়াঘাটার সৈয়দের বিনা লাভের দোকানে প্রথম দিনে ব্যাপক সাড়া আলফাডাঙ্গায় নববধূ আত্মহত্যা,পরিবারের দাবী পরিকল্পিত হত্যা আটার রুটি বিক্রি করে ভাগ্যবদল বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের বাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ বোয়ালমারীতে রেলওয়ের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে বাধা ক্যান্সার নামের রোগটি অনেক ক্ষেত্রে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়: খুলনার সিভিল সার্জন আলফাডাঙ্গায় ভূয়া পর্চা ও দলিলে জেল খাটার পরেও বিধবা নারীকে উচ্ছেদের পায়তারা

আলফাডাঙ্গায় ভূয়া পর্চা ও দলিলে জেল খাটার পরেও বিধবা নারীকে উচ্ছেদের পায়তারা

Coder Boss
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪৮ Time View

আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভূয়া পর্চা ও দলিলে জেল খাটার পরেও ফের ২৫ বছর বসবাসের বসতবাড়ি থেকে বিধবা নারীকে উচ্ছেদের পায়তারা করছে প্রতিবেশী রাশেদা গং।

উপজেলার বুড়াইচ ইউনিয়নে টিকর পাড়া গ্রামের মৃত হাসেন বিশ্বাস’র স্ত্রী কমেলা বেগম(৭০) পচিশ বছর ধরে ওই ভিটায় পাঁচ ছেলে পাঁচ মেয়েকে নিয়ে মানবতার জীবনযাপন করে আসছে। সরজমিনে গিয়ে জানা যায়,সিএস এর মালিক মইজুদ্দিন শেখ ২২২ নং খতিয়ান, ৬১,১৮৭,১৮৮ নং দাগ,যাহা ৩৯,১৭,২২মোট ৭৮ শং।এসএ মালিক আ. সামাদ এর বিরুদ্ধে মইজদ্দিনের ছেলে শফিউদ্দিন মামলা করে ১১ জানুয়ারি ১৯৯৯ সালে জজ আদালত রায়ের ডিগ্রী পায়। ইছাহাক গং ১১৬২/৯৯ দলিল খরিদ মূলে ৭৮ শং এর মধ্যে ৭৫ শং ক্রয় করে।বাকী ৩ শং ওই শফিউদ্দিনের স্ত্রী বসবাস করছে।২০০৪ সালে বিএস মাঠ রেকর্ডে ইছাহাক গং’র নামে ১৬১ খতিয়ান, ১৬২,১৫৩ নং দাগে ৩৯ শং দখলীয় রেকর্ড এবং ৬১ নং দাগে ৩৯ শং নদীর চর তাদের ভোগ দখলে ।এরপর ভূমি অফিসে ২০১৬ সাল পর্যন্ত খাজনা পরিষদ করেছে।
স্থানীয় সাবেক ইউপি মেম্বার হুমায়ুন মোল্যা বলেন, বিগত স্বৈরাচার সরকারের প্রভাবশালী দুই সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ও মেহরাফ আফরোজ চুমকি সাথে সখ্যতা থাকায় এবং স্থানীয় আওয়ামী লীগের ক্ষমতা বলে মাঠ রেকর্ডে ভুয়া পর্চা বানায়। সেই পর্চার বদলে ২০১৫ সালে দলিল এবং ২০১৭ সালে আদালতে কৌশলে রায় নিয়েছে। অদ্যাবধি কোন দখল নেই।

ভুক্তভোগী ইছাহাক বিশাস বলেন,
রাশিদা গং ২০১৫ সালে ১৬১ নং খতিয়ান দাগ নং ১৫২,১৫৩ পর্চা ভুয়া বানিয়ে আলফাডাঙ্গা সাব রেজিস্টার অফিসের দলিল লেখক কালাম ভেন্ডার, মুক্তার মাতুব্বর, হায়দার আলী যোগসাজশে দলিল করে নেয়।নিম্ন আদালত ভুয়া প্রমাণিত হওয়ায় ওরা দলিল লেখক কালাম,আলী হায়দার ও দাতা মোক্তার মাতুব্বর তিন জন তিন মাস করে জেল খাটে। রাশিদা গং এর নামে ১৫ হাজার টাকা জরিমানা ধার্য করে।

এদিকে বুড়াইচ ইউনিয়ন প্যাডেহো চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব মিয়া পান্নু ২৯ সেপ্টেম্বর ২০২৪/৪২ স্বারক রাত ১০.৩০ মিনিটে চৌকিদারনো মিলনকে দিয়ে দুই দিনের মধ্যে উচ্ছেদের কাগজ দিয়েছে। তাতে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের একটি বরাত দিয়া আছে এটি অসংগতি হওয়ায় স্বাক্ষর দেই নাই।

এদিকে রাসিদা বেগমকে মুঠোফোন ০১৭৩৬-০৮৭৭৪৫ বারবার কল দিলে তার ভগিনা শাহিন বলেন খালা চোখ অপারেশন করবে এখন কথা বলতে পারবে না,পরে কথা বলায় দিবো বলে আর দেয় নায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন মামলা চলমান, রায় ও হয়েছে।চুড়ান্ত রায় না হওয়া পর্যন্ত দুই পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা নির্দেশ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102