
মুইজ্জুর রহমান রবি: জাতীয় অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহিম এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী ‘সেবা দিবস’
পালন করে ফরিদপুর ডায়বেটিক সমিতি। এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর শনিবার সকাল
১০:৩০ মিনিটে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের ৩য় তলায় লেকচার
হল-১ এ ফরিদপুর ডায়বেটিক সমিতি (ফডাস)-র আহব্বায়ক মীর নাসির হোসেন এর
সভাপতিত্বে আলোচনা সভা ও দো’আ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন
থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ ইব্রাহিম, ইমাম, ডিএএমসি মসজিদ।
ডাঃ লিতুন জেরা মীম, ইন্টার্ন চিকিৎসক এর সঞ্চালনায় শুরু হওয়া আলোচনায়
অংশগ্রহণ করেন সমিতির আজীবন সদস্য- জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জনাব মোঃ
মিজানুর রহমান (যুগ্ম সম্পাদক, বিএমএ, ফরিদপুর), জনাব মোঃ রফিকুল ইসলাম,
প্রফেসর ডাঃ মনোয়ার হোসেন তরফদার (উপাধাক্ষ, ডিএএমসিএফ), সাবেক সহ-সভাপতি
অধ্যাপক এম. এ. সামাদ (সাধারণ সম্পাদক, ফরিদপুর মুসলিম মিশন), ডাঃ মোঃ
মোসলেম উদ্দিন (পরিচালক, ডিএএমসিএইচ), অধ্যাপক ডাঃ মোঃ জহিরুল ইসলাম মিয়া
(অধ্যক্ষ, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর), জনাব ফারিয়ান
ইউসুফ, মিসেস নায়াব ইউসুফ ও আলোচনা সভার সভাপতি জনাব মীর নাসির হোসেন
(আহব্বায়ক, ফরিদপুর ডায়াবেটিক সমিতি)।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক কমিটির সদস্য বাবু চিত্ত রঞ্জন ঘোষ,
উপ পরিচালক (প্রশাসন) জনাব মজিবুর রহমান, ডায়াবেটিক হাসপাতালের আরএমও
জনাব ডাঃ হাসান মুরাদ সহ প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক সদস্য, ডোনার সদস্য ও
আজীবন সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন
মেডিকেল কলেজ এর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে ডাঃ মোঃ ইব্রাহিম ও ফরিদপুর ডায়াবেটিক সমিতি
প্রতিষ্ঠায় অগ্রনী ভুমিকা পালনকারী ডাঃ মোঃ জাহেদ সহ অন্যান্যদের কথা
উল্লেখ করে স্মৃতিচারন করেন। সেই সাথে চিকিৎসার মান উন্নয়ন প্রতি তাগিদ
দেন।
সভার শুরুতে ডায়াবেটিসের উপর প্রেজেন্টেশন করেন ডায়াবেটিস ও
এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ কেয়া খাতুন। আলোচনা সভার শেষে
দো’আ অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মওলানা মোঃ হাফিজুর রহমান, পেশ ইমাম,
ঝিলটুলী জামে মসজিদ। দিবসটি উদযাপন উপলক্ষে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল
কলেজ হাসপাতালে আগত সকল রোগীদের বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা করা হয়।
মন্তব্য করুন