নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের কয়েক দফা সংঘর্ষে অন্তত ১১জন আহত হয়েছে। আহতদের নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্যকাইচাইল গ্রামে।
স্থানীয়রা জানান, নগরকান্দা উপজেলা কৃষকলীগের সভাপতি জিন্নাহ সরদার এবং তার সমর্থকদের সঙ্গে কাইচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহীম মিয়া এবং তার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে এবং টাকা পাওনা-দেনার বিষয় নিয়ে, মঙ্গলবার সন্ধ্যায় এবং বুধবার সকালে দুইপক্ষ ঢাল সরকি বল্লম রামদা ইটপাটকেল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১১জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙ্চুর ও লুটপাটের ঘটনা ঘটে।
নগরকান্দা থানার ওসি মো.সফর আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন এলাকা শান্ত রয়েছে।