আবু বকর সিদ্দিক, কালুখালী, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালিতে ১০ লক্ষ টাকার চাঁদা দাবি। ঘটনার বিবরণ :- ঘটনার সূত্রে জানা যায় মামলার বাদী মো: রফিকুল ইসলাম (৪৭), পিং- নাদের আলী, মাতা- মোছা: রাবেয়া বেগম, স্থায়ী ঠিকানা- বড় কলকলিয়া, উপজেলা- কালুখালী, জেলা- রাজবাড়ী। আসামি মোঃ তরিকুল ইসলাম হালিম (৪৫),পিং- মৃত শফিউদ্দিন, সাং- রাজবাড়ী, ২। পলাশ আহমেদ (২৫),৩। রিজভী আহমেদ, উভয় পিং- তরিকুল ইসলাম হালিম, ৪। মো: টুটুল (৩০), ৫। মো: সোহেল (৩৫), ৬। মো: মিটুল (২৮), উভয় পিং- মৃত শফিউদ্দিন, সর্বসাং – সোনাপুর মোড়, উপজেলা – কালুখালী, জেলা-রাজবাড়ী। মামলার বিবরণে প্রকাশ থাকে যে, কালুখালী থানাধীন মাজবাড়ি সাকিনে রাবেয়া এন্টারপ্রাইজ নামক ইটভাটা রহিয়াছে। বর্ণিত আসামিগণ এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়। গত ২৭/৮/২০২৪ তারিখ সকাল অনুমান ১০ ঘটিকার সময় বর্ণিত ১,২ ও ৪ নং আসামিগণ ইটভাটায় আসিয়া বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে বলে যে তোরে এলাকায় ইটভাটার ব্যবসা করতে হলে আগামী তিন দিনের মধ্যে আমাদের ১০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। যদি চাঁদা না দিস তাহলে তোরা ইট ভাটায় কেউ আসতে পারবি না, তাহলে তোদেরকে প্রাণে মারিয়া ফেলিবো এবং ভাটার সব ইট নিয়ে যাব , বর্ণিত ১,২ ও ৪ নং আসামিগণ চাঁদা দাবি শেষে ইট ভাটা হইতে চলিয়া যায়। আসামিদের চাঁদা প্রদান না করায় ইটভাটার ম্যানেজার ও কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করিয়া ভাটায় আসা বন্ধ করিয়া দেয়। উক্ত আসামী হালিমের দাবি উক্ত ইট ভাটাটি হালিমের। হালিমের ইটভাটা জোর করিয়া দখলে নেয় উক্ত মামলার বাদি মো: রফিকুল ইসলাম। হালিমের দাবি উক্ত ভাটা টি রাবেয়া বিকস নয় ভাটাটি মেসার্স সততা ব্রিকস কোম্পানি প্রোপাইটার মো: তরিকুল ইসলাম হালিম, যার লাইসেন্স নং- ৮৪, ফরিদপুর পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয় ফরিদপুর সদর, ছাড়পত্র নং ২৫৬,ব্রিকস কোম্পানি তাং-১৯-১১-২০১৯, যাহা মো: তরিকুল ইসলামের নামে ইসু।