রবিউল হাসান (রাজিব), নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার একটি প্রতিষ্ঠান ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর
ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল প্রেস সোসাইটি ফরিদপুর জেলা কমিটির আয়োজনে এবং সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ব্রাজিল প্রবাসী মোঃ শহীদুল ইসলাম এর সৌজন্যে (১২ জুলাই) শুক্রবার বিকাল ৪ টার দিকে শহরের মুজিব সড়ক লাজফার্মার বিপরীতে বাবুর্চি হোটেলের দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল প্রেস সোসাইটির ফরিদপুর জেলা শাখার সভাপতি ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল হাসান (রাজিব) সাংবাদিক, জেলা শাখার সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক জাকির হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, তদন্ত বিষয়ক সম্পাদক সাংবাদিক নিরঞ্জন মিত্র (নিরু), মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক শারমিন আক্তার রিমা, ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক (ব্রাজিল প্রবাসী) মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক প্রকাশ চন্দ্র কর্মকার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আতিয়ার রহমান, প্রচার সম্পাদক মোঃ রুবেল শেখ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট স্মৃতি আরা আক্তার, সহ:তদন্ত বিষয়ক বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিমা প্রমুখ।
এ সময় আরো বক্তব্য রাখেন
কার্যনির্বাহী সদস্য সোহাগ মুন্সি,
ইদ্রীস মোল্লা, মাহাবুব, রমেশ চন্দ্র সহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল প্রেস সোসাইটির ফরিদপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক
মোঃ আশিকুর রহমান।
সভায় বক্তারা, সংগঠনটির উন্নয়ন নিয়ে সংগঠনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মানুষের কল্যাণে কাজ করতে কমিটির সদস্যদের এগিয়ে আসতে বলেন। সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অসহায় মানুষের সেবায় প্রতিদিন একটি করে সেবা প্রদান কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় সভায় গত কয়েক বছর যাবত ন্যাশনাল সোসাইটি ফরিদপুর জেলা শাখা বিভিন্ন মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন বলে বক্তারা জানান।