
নিজস্ব প্রতিবেদক:কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস এর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন ও সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীর নেতৃত্বে জুলাই সনদ এর আইনি ভিত্তি বাস্তবায়ন সহ ৫ দফা দাবি আদায় লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবর ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক , প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেন, সহ প্রচার সম্পাদক মুফতি আবু সালেম, ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি মুফতি আসাদুজ্জামান , সহ সভাপতি ডাক্তার মোঃ মাহদী হাসান , সেক্রেটারি মুফতি নাজমুল হাসান , সাংগঠনিক সম্পাদক মুফতি শাহির উদ্দিন ,মহানগর শাখার সেক্রেটারি শেখ মোঃ হেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদ হোসেন, ছাত্র মজলিস এর সভাপতি মোল্লা রুহুল আমিন (ফরিদপুর পশ্চিম ) ছাত্র মজলিস ফরিদপুর মহানগর দায়িত্বশীল হাফেজ আব্দুল মমিন সহ ফরিদপুর মহানগর শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন