রবিউল হাসান (রাজিব): ফরিদপুর সদর উপজেলার (শহর বাইপাস সড়ক সংলগ্ন) কৈজুরী ইউনিয়ন এর ১নং ওয়ার্ড ও বর্ধিত পৌরসভার ৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত পিয়ারপুর কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহীতাদের অত্র এলাকাধীন জনবল নিয়ে নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। কাঙ্খিত সেবা পাওয়ার পর্যবেক্ষণের জন্য স্থানীয়দের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন (এ এইচ আই) সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুবিয়া বেগম, ক্লিনিকের নবগঠিত কমিটির সভাপতি ও ফরিদপুর বর্ধিত পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাহিদ শেখ, সহ-সভাপতি লুৎফর মন্ডল, শাহজাদা খান স্বপন, সদস্য সচিব (ক্লিনিকে সেবা প্রদানকারী হেলথ প্রোভাইডার) রিক্তা পারভীন, কোষাধ্যক্ষ ইজাজুল মাতুব্বর।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য সাংবাদিক রবিউল হাসান (রাজিব), মাসুদ পারভেজ, বিল্লাল শেখ, মামুন খান, (ইমাম) তৌহিদুল আলম খান, পর্যবেক্ষন সদস্য নিশাত আহমেদ ফিরোজ, কো-অপ্ট সদস্য রানা মন্ডল।
১৭ সদস্য বিশিষ্ট কমিটি নবগঠিত করা হয়েছে।