
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী আন্তঃজেলা হরিজন ফুটবল টুর্নামেন্ট রানার আপ হয়েছে ফরিদপুরের বান্ধব পল্লী ফুটবল দল। শুক্রবার
ফাইনালে তারা স্বাগতিক ঈশ্বরদীর কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়।
টুর্নামেন্টে স্বাগতিক ঈশ্বরদী এবং রানারআপ ফরিদপুর ছাড়াও অংশগ্রহণকারী বাকি দলগুলো হলো বগুড়া ঝিনাইদহ, নাটোর
পার্বতীপুর , রাজশাহী,
দর্শনা ।
নক আউট পদ্ধতিতে প্রতিযোগিতায়
প্রথম সেমিফাইনালে ঈশ্বরদী প্রথম খেলায় রাজশাহীকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ।সেমিফাইনালে উঠে এরপর সেমিফাইনালে
নাটোর কে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে ওঠে।
অপরদিকে ফরিদপুর দল প্রথম খেলায় পার্বতীপুরকে ১-০ গোলের পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে খেলায় তারা
টাইবেকার বগুড়াকে ৬-৪ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। প্রতিযোগিতায় ফরিদপুর জেলার পক্ষে প্রথম খেলায় আকাশ, দ্বিতীয় খেলায় প্রশান্ত, এবং ফাইনালে জয় কে সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কৃত করা হয়। অন্যদিকে টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ স্বপন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন ঈশ্বরদীর খেলোয়াড় সাজন।
খেলা শেষে বিজয়ী দল চ্যাম্পিয়ন ট্রফি , প্রাইজ মানি ২৫০০০ টাকা। রানার আপ দল প্রাইজমানি ১৭ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।
এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।
খেলাগুলো
সরকারি সাড়া মারওয়ারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠ ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলা গুলো উপভোগ করেন।
মন্তব্য করুন