নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর সদর উপজেলার মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. মোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি ও মমিন খারঁ হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ-সম্পাদক এবং মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মির্জা প্রিন্স আলি। এসময় মমিন খারঁ হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারি, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন (মোসা), মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরোয়ার হোসেন, সহকারী শিক্ষক আব্দুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী শাকিল আহমেদ হাকিম, অলংকার ব্যবসায়ী আতিয়ার রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট ৪টি দল। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের নবম শ্রেণি ও দশম শ্রেণি। খেলায় ৩-০ গোলের ব্যবধানে নবম শ্রেণিকে হারিয়ে দশম শ্রেণি জয় লাভ করে। পরে আমন্ত্রণিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি খেলায় বিজয়ী ও পরাজিত দলের মাঠে পুরষ্কার বিতরণ করেন।
এছাড়া খেলার সেরা খেলোয়ার ও সেরা গোলদাতাকে পুরস্কৃত ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের সম্মান সুচক মেডেল পরানো হয়।