নিজস্ব প্রতিবেদক: ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে দক্ষিনাঞ্চালের শ্রেষ্ট বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
“পরিবেশ সুরক্ষার মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকাই প্রধান” বিষয়কে সামনে নিয়ে বুধবার বেলা ১১টায় সরকারি রাজেন্দ্র কলেজের হলরুমে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি রাজেন্দ্র কলেজ সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ উদ্যাপন কমিটির আহবায়ক মো: সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আবদুল হালিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমান।
এসময় সরকারি রাজেন্দ্র কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর স্বপন কুমার হালদার, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম সহ কলেজের শিক্ষক মন্ডলি, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি শোভাযাত্রা বের করে।
পরে সকাল ১১ টায় শুরু হয় পরিবেশ দিবস নিয়ে বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে অনুষ্টিত আলোচনা সভায় অতিথিরা পরিবেশ সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। এবং সরকারী রাজেন্দ্র কলেজ কে ক্লিন ক্যাম্পাস ও গ্রিন ক্যাম্পাস অবহিত করে বক্তরা বলেনে , আমরা দির্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসকে সবুজায়ন ও পরিস্কার পরিচ্ছন্ন রাখে অবিরাম কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে কলেজের দুটি ক্যাম্পাসে বিপুল পরিমান বৃক্ষ রোপন করা হয়েছে।
পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দুটি দলের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।