আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা: বেশি দামে সার বিক্রি ও মেমো না দেওয়ায় অভিযোগে এক ডিলারকে জরিমানা করা হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিসিআইসি সার ডিলারকে এ জরিমানা করেছে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমকেএম রায়হানুর রহমান। শনিবার (২২ নভেম্বর) উপজেলার পৌর বাজার এলাকায় অভিযান চালানো হয়।
অফিস সূত্রে ,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০০ এর ধারা মোতাবেক মেসার্স রাজিব এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মৃত গনেশ চন্দ্র কুন্ডু ছেলে রাজিব কুন্ডুকে পাঁচ হাজার জরিমানা করা হয়। মামলা নং ১৭/২০২৪,তা২২/১১/২০২৪
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন,পৌর সভার ইছাপাশা গ্রামের কৃষক রেজওয়ান মোল্লা অভিযোগে প্রেসক্লাব আলফাডাঙ্গা সভাপতি আরিফুজ্জামান চাকলাদার ভাই এর তথ্যে আলোকে ভূমি কর্মকর্তা একেএম রায়হানুর রহমানে পরিচালনায় অভিযান চালানো হয়। এসময় ক্রেতাদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে চাইতে বেশি দামে সার বিক্রি, বিক্রয় রশিদ না দেওয়ায় এবং ডিএপি সরকার নির্ধারিত ২১ টাকা জাগায় ২৮ টাকা ও এমওপি( পটাশ) ২০ টাকার স্হলে ২২ টাকা নিয়েছে।আমার হাতে বিচারিক ক্ষমতা না থাকায় আমি অভিযান পরিচালনা করতে পারি না।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান জানান, সার বেশি দামে বিক্রয় করার অভিযোগে রাজিব নামে সার ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে তাদের সতর্ক করা হয়।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।