
নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মসূচি পালিত হচ্ছে ।এর অংশ হিসেবে আজ বুধবার ফরিদপুর জেনারেল হাসপাতালে সকাল ৮টা থেকে বেলা ২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সারাদিনব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে বলে আন্দোলনকারীরা জানান।
তাদের দাবি পূরণ না হওয়া হলে আরো বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে বলে তারা জানান ।
উল্লেখ করা যেতে পারে গত মাসের ৩০ নভেম্বর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ ম গ্রেড বাস্তবায়নে দাবিতে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
মন্তব্য করুন