
নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর সদর উপজেলায় নবনির্বিত উপজেলা ডিজিটাল পরিষদ সম্মেলন কক্ষ ও উপকার ভোগীদের মধ্যে বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করলেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
তিনি আজ মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে এডিপির আওতায় নবনির্মিত ডিজিটাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ উদবোধন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, কৃষক ও আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের শিক্ষা উপকরণ, ভেন্ডিং মেশিন, সেলাই মেশিন, বীজ ও কীটনাশক স্প্রে মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্কুল- কলেজের শিক্ষক, ছাত্র ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
” জেলা প্রশাসনের বিভিন্ন বরাদ্দ হতে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া হয়েছে, ছাত্রদের সহনশীলতা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে কাজ করার জন্য অনুরোধ জানান,জেলা প্রশাসনের ৩ বছর মেয়াদি পরিকল্পনায় প্রত্যেক উপজেলায় নিড বেসিসে একশন প্ল্যান করা হয়েছে, চরাঞ্চলের জন্য স্পেশাল ব্যবস্থা নেয়া হচ্ছে।
সবাইকে উপজেলা পরিষদের আওতায় সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।”
মোট ৩৯টি প্রতিষ্ঠান ও ১৪০ জন উপকারভোগীর নিকট বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন