
মো: সাইফুল ইসলাম, বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলের খাল পূঃর্ণউদ্ধার কাজ শুরু করেছে বিভাগীয় কমিশনার।
রবিবার (১০ অক্টোবর) এই কাজের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, নগরীর বিভিন্ন এলাকায় পানি প্রবাহের প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। বরিশালের বিভাগীয় কমিশনার এর উদ্যোগে এই প্রতিবন্ধকতা দূর করতে পরিচ্ছন্নতাও খাল পূঃর্ণউদ্ধারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে খালের পানি প্রবাহ সচল হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এই অভিযান পরিচালিত হবে।
বিভাগীয় কমিশনার বলেন, গত কয়েক এক সাপ্তাহ ধরে বরিশাল গরিয়ার পাড় খালটি পুনরুদ্ধার ও খননের কাজ চলতেছে। বরিশাল নগরীর খালগুলো পুঃর্ণউদ্ধার করে পানি প্রবাহ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। কিন্তু খাল খননের পাশে রাস্তায় বৈদ্যুতিক কিছু খুঁটি রয়েছে এই খুঁটিগুলো এখন ঝুঁকিপূর্ণভাবে আছে। যেহেতু এখনো খালটি খনন কাজ চলছে, বৈদ্যুতিক খুঁটির কারনে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সে দিকে খেয়াল রাখবেন বলে আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, খালগুলো জনগণের সম্পদ, আর আমরা জনগণের কাছে খাল ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এতে নগরের সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলের খাল পূঃর্ণউদ্ধার কাজ নানা কারণে বন্ধ হয়ে যায়, যা নগরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ আগের বড় উদ্যোগগুলো মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। শুধুমাত্র পরিচ্ছন্নতা ও পূঃর্ণউদ্ধার অভিযান যথেষ্ট নয়; খাল পুনরুদ্ধার ও খনন করে পূর্বের রূপ ফিরিয়ে আনলে বরিশালবাসীর আশা পূরণ হবে। পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে যেন তারা খালে ময়লা-আবর্জনা না ফেলে।
মন্তব্য করুন