
নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর পৌরসভার উদ্যোগে কমিউনিটি ভিত্তিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে কর্ম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর পৌরসভার মিলনায়তনে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন।
অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহাদুজ্জামান , উপসহকারী প্রকৌশলী (সিভিল) শিমুল দাস ফরিদপুর পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর
চামেলি বেগম , নাজনীন সুলতানা , মাসুমা বেগম , জুলিয়া আক্তার বুলু । এ সময় ফরিদপুর পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে বলেন
পরিবেশ ভালো রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই বর্জ্য ব্যবস্থাপনা উন্নতিকল্পে কাজ করতে হবে।
বক্তারা বলেন প্রতিদিন ১২০ টন বর্জ্য ফরিদপুর পৌরসভায় উৎপন্ন হচ্ছে এগুলোকে সম্পদ হিসেবে কাজে লাগাতে হবে।
বর্জ্যকে সম্পদ হিসেবে দেখতে হবে ।
উন্নত বিশ্ব বর্জ্যকে কে বায়োগ্যাস হিসেবে ব্যবহার করা হয় এবং তাদের প্রতিদিনের চাহিদা মেটাতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই এর সুষ্ঠু পরিকল্পনায় নিজেদের সচেতন হতে হবে
পাশাপাশি সবাই যাতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি সে ব্যাপারে সাধারণ জনগণ কে বোঝাতে হবে। এবং এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কর্মশালায় ফরিদপুর পৌরসভার ৯২ টি অনুন্নত এলাকার প্রতিনিধিবৃন্দ উক্ত কর্মশালায় তাদের বিভিন্ন মতামত তুলে ধরে আলোচনা করেন।
মন্তব্য করুন