
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে শুরু হয়েছে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা । বিসিক জেলা কার্যালয় ফরিদপুর এবং ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায়। শহরের অম্বিকা ময়দানে আজ মঙ্গলবার থেকে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক এর ফরিদপুর জেলা শাখার উপ মহা ব্যবস্থাপক আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন , অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাসরিন সুলতানা, ব্যবস্থাপক বিপণন বিভাগ বিসিক ঢাকা।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এই মেলার আয়োজন প্রসঙ্গে বলেন
বিসিক সব সময় উদ্যোক্তাদের পাশে আছে। বিসিক শিল্প ও উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি বাজার সম্প্রসারণের জন্য কাজ করে থাকে।
আর তাই প্রতিবছরের মত এ বছর ও এই মেলা অনুষ্ঠিত হচ্ছে । এর মধ্য দিয়ে ভালো উদ্যোক্তা বেরিয়ে আসবে তারা অনলাইন ও অফলাইনের মাধ্যমে ব্যবসা করবে এবং নিজেরা স্বাবলম্বী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। আগামী দিনে এ এ ধরনের মেলা উদ্যোগে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা জানান। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন
এবছর মেলায় মোট ৫৫ টি স্টল অংশগ্রহণ করছে। এতে উদ্যোক্তারা তাদের বিভিন্ন ধরনের পশরা নিয়ে মেলায় অংশগ্রহণ করছেন।
মেলার প্রথম দিনে সাংস্কৃতিক সংগঠন নিঃশব্দ ব্যন্ড তাদের অনুষ্ঠান পরিবেশন করে।
মন্তব্য করুন