
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৪ বোতল ফেনসিডিল সহ একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুরের উপরিচালক শেখ মোঃ হাসেম আলী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় । গত ৫ নভেম্বর বিকাল সাড়ে পাঁচটায়
ফরিদপুর
জেলার ভাংগা থানাধীন আতাদীর ঢাকা-মাওয়া
-ভাংগা এক্সপ্রেস ওয়ের ভাংগা টোল প্লাজার ঢাকাগামী সার্ভিস লেনের উত্তর পাশে, রাস্তার উপর উত্তর পাশে
১০৪ বোতল ফেনসিডিল একটি কাভার্ড ভ্যান- একটি মোবাইল ফোন সহ রবিউল আহমেদ রুবেল,(৩২), পিতা মোঃ আকবর আলী , মোসাম্মৎ বিনু বেগম, সাং কবরস্থান রোড, বেজপাড়া শংকরপুর, পোস্ট যশোর , থানা কোতোয়ালি জেলা যশোর কে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদ এর ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে উল্লিখিত আলামত উদ্ধার করা হয়।
মন্তব্য করুন