
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি রাজেন্দ্র কলেজে সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।
ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক কর্মকর্তা ও মেধাবী শিক্ষার্থীদের উপরে দুষ্কৃতিকারী কর্তৃক হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়।
আজ মঙ্গলবার দুপুর দুইটায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম,
উপাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান, প্রফেসর ফজলুল করিম এ সময় বক্তারা বলেন
ঢাকা কলেজের শিক্ষকের উপর যে নিপীড়ন অত্যাচার করা হয়েছে তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। পাশাপাশি যারা মেধাবী ছাত্রদের উপরে নিপীড়ন অত্যাচার করেছেন তার বিচার দাবি করেন । বক্তারা বলেন দেশব্যাপী কর্ম বিরতির কার্যক্রমের অংশ হিসেবে আমরা এ কার্যক্রম করছি ।
অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
এ সময় রাজেন্দ্র কলেজ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন