
নিজস্ব প্রতিবেদক:জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডের হোম সিরিজের খেলায় ঘরের মাঠে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে হারলো ফরিদপুর ।
খেলা নির্ধারিত সময়
গোলশূন্য ড্র থাকার পর থাকার পর ফলাফল নির্ধারিত হয় টাইবেকারের মাধ্যমে ।
আজ রবিবার
ফরিদপুর স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ এ খেলায় উভয় দলের জন্য ম্যাচটি ছিল ডু অর ডাই। সেখানে জয়লাভ করে কুমিল্লা পরবর্তী রাউন্ডে উঠে গেছে। অন্যদিকে ফরিদপুরকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে
এর পূর্বে গ্যালারিতে অসংখ্য দর্শক এই খেলাটি উপভোগের জন্য মাঠে উপস্থিত হয়।
তারা সমানতালে উৎসাহ জানিয়েছে দুই দলকে।
যদিও খেলার প্রথমার্ধ একাধিক সুযোগ মিস করে উভয় দল। দ্বিতীয়ার্ধ গোলের জন্য মরিয়া হয়ে ওঠে উভয় দল। তবে কোন গোল না হবার কারণে ম্যাচটি শেষ হয় টাইব্রেকারে।
এতে কুমিল্লা জেলা দল ৩-২গোলের ব্যবধানে ফরিদপুর কে পরাজিত করে। পরবর্তী পর্বে উন্নীত হয় । বিজয়ী দলের রাব্বি কে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার ঘোষণা করা হয়। তাকে পুরস্কৃত করেন অতিথি বিন্দু।
মন্তব্য করুন