
নুরুল ইসলাম আনজু:ফরিদপুরের নর্থচ্যানেল ইউনিয়নের নদী ভাঙন রোধে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর কবিরপুর ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ এ প্রতিশ্রুতি দেন।
নায়াব ইউসুফ তার বক্তৃতায় বলেন নদী ভাঙন বাংলাদেশের একটি অন্যতম প্রধান প্রাকৃতিক দুর্যোগ। ইনশাল্লাহ আমরা আগামীতে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবো, সে সময় নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হবে।
এ সময় সময় তার সঙ্গে ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, কোতয়ালি থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন, কোতয়ালি থানা বিএনপি সাবেক সহ-সভাপতি মুজিবর রহমান, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মুস্তাকুজ্জামান মুস্তাকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নায়াব ইউসুফ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আজ সকালে নদী পথে স্পিড বোট যোগে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এ সময় নদী ভাঙ্গন কবলিত মানুষের সার্বিক খোঁজখবর নেন।
মন্তব্য করুন