
নিজস্ব প্রতিবেদকঃ সাধারণত একজন ভিক্ষুক হাত পাতলে আমরা সবাই ৫-১০ টাকা দিয়ে সাহায্য করি। এই সাহায্য দিয়েই বেঁচে থাকে একজন ভিক্ষুক। এর ব্যতিক্রম চিন্তাভাবনা আমাদের মধ্যে বিরাজ করে না কিন্তু ভিক্ষুকদের বিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজন করে একটি ব্যতিক্রমী উদ্যোগ।
আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ে আয়োজন করা হয় ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থার কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ। অনুষ্ঠানে ইসরাত জাহান উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর সদর ৬ টা ছাগল বিতরণ করেন। এই সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুর রহমান এবং অন্যান্য সমাজ কল্যাণ অফিসের কর্মকর্তারা।এ বিষয়ে ছাগল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে কয়েকজন ভিক্ষুক সাংবাদিকদের জানালেন আমরা পেটের দায়ে ভিক্ষা করি সারা শহর হেঁটে হেঁটে ভিক্ষা করে যা আয় হয় তা নিয়ে চলে আমাদের সংসার। আমাদের নিয়ে সমাজে পূর্ণবাসনের চিন্তাভাবনা কেউ কখনো করে না।তার মধ্যে আজকে আমাদের পুনর্বাসনের জন্য বিনামূল্যে যে ছাগল পেলাম এটা আমাদের ভবিষ্যতের একটি সম্পদ হবে কারণ আমরা এই ছাগল লালন পালন করে স্বাবলম্বী হতে চেষ্টা করব।
মন্তব্য করুন