
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট ফরিদপুর জেলার মধুখালীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এ উপলক্ষে রবিবার (২১সেপ্টেম্বর) এক মতবিনিময় সভা বেলা ১১টায় মধুখালী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুখালী উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্ট শাখার সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মধুখালী উপজেলার সনাতন ধর্মাবলম্বী’র বিভিন্ন শারদীয় দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মধুখালী উপজেলা ও পৌর পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন