
নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহিদ হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ সোহরাব হোসেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান,
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল সহ
এ সময় বক্তারা ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সাথে কাজ করার আহবান জানানো হয়। আসন্ন দূর্গা পূজা কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। পূর্বের ন্যায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে জন্ম মৃত্যু নিবন্ধন ও টাস্ক ফোর্স কমিটির অপর সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন