
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে এবং ফরিদপুর প্রেসক্লাবের প্রয়াত সকল সদস্যদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।
এ সময় প্রেসক্লাবের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আদমপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রইস উদ্দিন।
এ সময় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন