
নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে পুলিশের লোক পরিচয় দিয়ে টাকা নিয়ে উধাও হবার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী মিন্টু ব্যাপারী (৪০) পিতা আব্দুর রব ব্যাপারী গ্রাম ভজন ডাঙ্গা জেলা ফরিদপুর
আজ সোমবার ফরিদপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানান তিনি ইগলু আইসক্রিম কোম্পানির ডিএসআর হিসেবে কর্মরত আছেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি সার্কিট হাউজ থেকে বাসায় ফিরার পথে ২ জন অজ্ঞাত লোক একজনের বয়স অনুমানিক (২৫) অন্যজনের বয়স (২৬) তাহারা হটাৎ আমাকে ভ্যান থেকে থামিয়ে আমাকে তাহারা পুলিশ এর লোক পরিচয় দিয়ে আমাকে বলে আপনাকে চেক করতে হবে। আমি পুলিশ ভেবে তাদের আমাকে চেক করতে বলায় তারা আমাকে চেক করে।
এবং তারা এক পর্যায়ে আমার থেকে আমার, কেম্পানির টাকা ৩৫,০০০/-
(পয়ত্রিশ হাজার) টাকা নিয়ে যায় এবং তারা আমাকে বলে আপানকে আরো ভালো করে চেক করবে বলে তারা একটি মোটরসাইকেল করে তারা ২ জন উধাও হয়ে যায়। আমি তাদেরকে অনেকবার বলেছি ভাই এগুলো কোম্পানির টাকা এগুলো আমাকে ফেরত দিন কিন্তু তারা আমার কথা না শুনে মোটরসাইকেল নিয়ে দ্রুত বেগে ঘটনাস্থল ত্যাগ করেন। এই ব্যাপারে তিনি আরো বলেন ফরিদপুরের সার্কিট হাউজের পাশ থেকে, পুলিশ সুপারের বাড়ীর সামনে থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে , তারার মাঝে স্কুলের সংলগ্ন এলাকা থেকে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেগুলো চালু করলে অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মিন্টু ব্যাপারীর ফোন নম্বর হচ্ছে ০১৯৬৭৮১৮৯৪৯
মন্তব্য করুন