কয়রায় সোহেল, সাইফুল্লাহর দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসী পরিবার: শাস্তির দাবিতে মানববন্ধন - Daily Ajker Saradesh
dailyajkersaradesh
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রায় সোহেল, সাইফুল্লাহর দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসী পরিবার: শাস্তির দাবিতে মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে সৌদি প্রবাসী পরিবারের ওপর চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহেল সরদার ও তার আপন ভাই জিয়া প্রজন্ম দলের খুলনা মহানগরীর সাবেক নেতা মো. সাইফুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী পরিবারের সদস্যদের মারধর ও নারীদের ওপর হামলা চালানো হয়। আহতদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে বলে জানা গেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার দুপুরে গ্রামে কয়েক শত মানুষ মানববন্ধন করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা বলেন, এ দুই ভাই দীর্ঘদিন ধরে গ্রামের ৭ জন প্রবাসীর কাছ থেকে চাঁদা নিয়ে আসছে। টাকা না দিলে হুমকি-ধমকি থেকে শুরু করে হামলাও করছে।
অভিযোগ অনুযায়ী, সৌদি প্রবাসী মোঃ. সোহরাব হোসেনের কাছে সম্প্রতি মোটরসাইকেল কেনার জন্য চাঁদা দাবি করে সাইফুল্লাহ। টাকা দিতে রাজি না হওয়ায় প্রবাসীর ছোট ভাই এবাদুল হোসেনকে মারধর করে হাত ভেঙে দেয় সোহেল ও তার ভাই সাইফুল্লাহ। এ সময় সোহরাব হোসেনের স্ত্রী মাহফুজা খাতুনসহ পরিবারের নারীদের ওপরও হামলা চালানো হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, সোহেল সরদার ও সাইফুল্লাহ একসময় ভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করলেও এখন তারা খুলনা মহানগর বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তারা সৌদি প্রবাসীদের পরিবারকে লক্ষ্য করে নিয়মিত চাঁদা দাবি করছে। শুধু গত মাসেই অন্তত সাতটি প্রবাসী পরিবার থেকে প্রায় দুই লাখ টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে।
গ্রামবাসী জানান, প্রবাসীরা দেশে এলে তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়। কেউ টাকা দিতে অস্বীকার করলে শারীরিকভাবে নির্যাতন করা হয়। শুধু এবাদুল নয়, এর আগে প্রবাসী ইসমাইলকে খুলনার নিরালায় আটকে রেখে ৭০ হাজার টাকা আদায় করেছিলেন সোহেল।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় আব্দুল হাই সরদার বলেন, “আগে তারা আওয়ামী লীগের রাজনীতির নামে মানুষকে জিম্মি করত। এখন যুবদলের নাম ব্যবহার করছে। সাতজন সৌদি প্রবাসীর কাছ থেকে টাকা দাবি করেছে। না দিলে হামলা করেছে।
অভিযুক্তদের আপন চাচা আবু হানিফ বলেন, “তারা আমার ভাতিজা। কিন্তু এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। ছেলেদের মারধর করে, প্রবাসীদের কাছে চাঁদা দাবি করে। আমি তাদের শাস্তি চাই। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে গ্রামের মানুষ নিরাপদ থাকবে না।
আহত প্রবাসীর স্ত্রী মাহফুজা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চাঁদার টাকা চাইতে আমাদের বাড়িতে আসে। গালিগালাজ করে, হুমকি দেয়। আমরা ভয়ে কিছু বলতেও পারি না। এবার হাত ভেঙেছে, কাল হয়তো আরও বড় কিছু করবে।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামের মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সোহেল ও সাইফুল্লাহর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তারা দ্রুত এই দুই ভাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এবিষয়ে অভিযুক্ত মো.সাইফুল্লাহ বলেন, তাদের কাছে টাকা একজন পাবেন, আমি এক বড় ভাইয়ের অনুরোধে ৫০ হাজার টাকা উদ্ধার করে দিয়েছি। আমার পরিবারের সাথে বিরোধ থাকায় তারা মিথ্যা অভিযোগ করছে।মারধরের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, মারামারি হয়েছে তবে তারা আমাদের দুই ভাই ও বাবাকে মারধর করেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ‌মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে শুরু হয়েছে ‌ বিসিক উদ্যোক্তা মেলা

ফরিদপুরে ‌ অধ্যাপক আবদুত তাওয়াবের ‌মত বিনিময় সভা অনুষ্ঠিত ‌

ফরিদপুর প্রেসক্লাবে ‌ সাংবাদিক গৌতম দাসের ‌ ২০ তম মৃত্যুবার্ষিকী পালন

সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ আইনজীবির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ফরিদপুরে মোবাইল কোর্টের অভিযানে ‌টেরাকোটা‌ চায়নিজ রেস্টুরেন্ট কে ‌ বিশ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে আইডিইবির ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

একটি বাড়ি, একটি গাছ’ কর্মসূচি নিয়ে রূপসায় প্রেস ব্রিফিং করলেন আজিজুল বারী হেলাল

অপসো স্যালাইন ফার্মাসিটিক্যালসে কোনও নোটিশ ছাড়াই ৫৭০ শ্রমিক ছাঁটাই

পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ‌ ১০৪ বোতল ফেনসিডিল সহ ‌ একজন গ্রেফতার

১১

ফরিদপুরে এডভোকেট সৈয়দ ‌‌মোদাররেস আলী ইছার ‌‌ নেতৃত্বে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

১২

ফরিদপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

১৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ‌ আইনজীবীর মৃত্য

১৪

ফরিদপুরে র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৫

রাজবাড়ীতে হাওয়া মেশিন বিস্ফোরণে গুরুতর আহত একজন

১৬

পিরোজপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

১৭

বোয়ালমারী বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা

১৮

ফরিদপুরের ভাঙ্গায় ‌সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

১৯

যুবদল নেতা আব্দুল আল ফারুক রুবেলের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT