আনোয়ার জাহিদ: ফরিদপুর-গোয়ালন্দের মাঝামাঝি তথা ফরিদপুর নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চড় এলাকার মাঝ পদ্মায় জনৈক জেলের জালে ধরা পড়লো ৭ কেজি ৯শ গ্রাম ওজনের ৪টি ইলিশ।এই নিয়ে পদ্মার ঘাটে হৈচৈ পড়ে যায়।
খবর পেয়ে রাজবাড়ীর গোয়ালন্দের মাছের আড়ৎদার মাছ চারটি কিনে নেন। এই খবর ফেইসবুক বুকে ভিডিও আপলোড দিলে জনৈক লন্ডন প্রবাসী এসে মাছ ৪টি একত্রে ৪১ হাজার টাকায় কিনে নেন।
সোমবার (৭ জুলাই) কবির মোল্লা নামের এক জেলের জালে বড় এ ৪টি ইলিশ মাছ ধরা পড়ে।
জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তদার পদ্মার ৭ কেজি ৯শ গ্রামের ৪টি ইলিশ প্রথমে ৫ হাজার টাকা দরে ৩৯ হাজার ৫শ টাকায় কিনে।
পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে শ্রীমঙ্গলের লন্ডন প্রবাসী এক শৌখিন মাছ ক্রেতার কাছে ৫ হাজার ২শ টাকা দরে ৪১ হাজার টাকায় মাছ চারটি কিনে নেন।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান ইনকিলাব কে বলেন,গতকাল ভোর রাতে আমার এক আত্মীয়ের মাধ্যমে খবর পাই ফরিদপুর-গোয়ালন্দের মাঝামাঝি কবিরপুর এলাকায় জেলে মোল্লার জালে বড় ৪টি ইলিশ মাছ ধরা পড়েছে।
পরে ওজনের খবর নিলে জানা যায়, মাছ ৪টির ওজন ৭ কেজি ৯শ গ্রাম। পরে তার সঙ্গে দামদর করে পাঁচ হাজার টাকা কেজি দরে কিনে নেই। এরপর বিভিন্ন জায়গায় যোগাযোগ করে লন্ডন প্রবাসী একজন তার পরিবারের জন্য ৫ হাজার ২শ টাকা দরে ৪১ হাজার টাকায় তা কিনে নেন।
এ সময় তিনি আরও বলেন, ভরা মৌসুমে পদ্মায় মাছ নেই। ইলিশ খুব একটা ধরা পড়ছে না। ফলে এত দাম হয়েছে।
গত দুইদিন আগে ৫ জুলাই চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকাট পদ্মা নদীতে জনৈক জেলের ঝালে ২৯ কেজি ওজনের বাগাইর মাছ ধরা পড়লে কুয়েত মোহম্মদ আলী ৯০ হাজার টাকা দিয়ে কিনে নেন।