মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য,সাপ্তাহিক গণমন পত্রিকার নির্বাহী সম্পাদক তমিজউদদীন তাজের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী আবু মো: আহসান কামাল ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার(১৮ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে শহরের ঝিলটুলি মসজিদ বাড়ি সড়কস্থ্য নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।তার বয়স হয়েছিল ৬০ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার নামাজে জানাজা মঙ্গলবার বাদ আছর চক বাজার জামে মসজিদে অনুষ্টিত হয়েছে। পরে তাকে আলীপুর কবরস্থানে তার দাফন করা হয়।
আবু মো: আহসান কামালের মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবীরুল ইসলাম সিদ্দিকী ও সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল গভীর শোক প্রকাশ করেছেন।এক শোক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।