মাহবুব পিয়াল ফরিদপুর : ফরিদপুর নজরুল পরিষদের সাধারন সভা ও নতুন কমিটি গঠন গত রবিবার শহরের কোর্ট কম্পাউন্ড এলাকার কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
ফরিদপুর নজরুল পরিষদের সভাপতি ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সাবেক চেয়ারম্যান, দৈনিক ফতেহাবাদ সম্পাদক প্রফেসর এ.বি.এম. সাত্তার এর সভাপতিত্বে সভার শুরুতে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি প্রদান করে বাংলাদেশ সরকার গেজেট প্রকাশ করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ফরিদপুর নজরুল পরিষদের কার্যক্রমকে অধিক গতিশীল করার লক্ষে নি¤েœাক্ত ভাবে কার্য নির্বাহী কমিটি পুর্নগঠিত হয়। কার্য নির্বাহী কমিটি প্রধান পৃষ্ঠপোষক: অধ্যাপক এম.এ সামাদ, প্রধান উপদেষ্টা : প্রফেসর এ বি.এম সাত্তার
নতুন কমিটির সভাপতি : প্রফেসর মোঃ মতিয়ার রহমান, সহ- সভাপতি : ১.প্রফেসর মোঃ ওবায়দুর রহমান, ২.প্রফেসর মোঃ খালিদুজ্জামান মিঠ,ু ৩.এ্যাড. গোলাম রাব্বানী রতন,সাধারন সম্পাদক: এ্যাড. মো: আলমগীর কবীর ভূইঁয়া, যুগ্ন সম্পাদক : ১. অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন ২. এ্যাড. তৌহিদুল ইসলাম (ষ্টালিন) কোষাধ্যক্ষ : মোহাম্মদ ফোরকান চৌধুরী নিশান, সংস্কৃতিক সম্পাদক: মো: লিয়াকত হোসেন, প্রচার সম্পাদক : মো: মাহবুব হোসেন পিয়াল, গবেষনা ও প্রকাশনা সম্পাদক: মো: রেজাউল করিম। সাহিত্য সম্পাদক : নিলুফার ইয়াসমীন রুবী, দপ্তর সম্পাদক : মো: মনিরুল ইসলাম।
এছাড়া দশজন নিবার্হী সদস্য হলেন মো: রাজিবুল ইসলাম, মেহেদী হাসান চন্দন, এ্যাড. মেহেরুন্নেসা স্বপ্না, মো: সহীদুল ইসলাম সোহান, মো: ইকবাল রাশেদীন তরুন , ইশতিয়াক রশীদ কাজী এজাজ হাসান , মো: শহীদুর রহমান, এবি.এম মোরশেদ পলাশ ও মো: আজাহারুল ইসলাম নব গঠিত কার্য নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর মো: মতিয়ার রহমান দ্রæততম সময়ের মধ্যে কবি কাজী নজরুল ইসলাম স্মরনে বৃহৎ অনুষ্ঠানের মাধ্যমে কবির কর্ম ও জীবন অবলম্বনে স্মারক গ্রন্থ প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন এবং কমিটির সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।