নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকালে পৌরসভার জুঙ্গুরদী বাস স্টান্ড থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদের সামনে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের আয়োজনে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান ভুলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান মাহাতাব, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা, পৌর কৃষকদলের আহবায়ক জাহিদুল ইসলাম অনিক, পৌর কৃষক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম, যুবদল নেতা জাহিদুর রহমান জাহিদ, যুবদল নেতা তালুকদার মুরাদ হোসেন প্রমুখ।
এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করে সংগঠনটি। এর মধ্যে ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল।