জাহিদুল ইসলাম অনিক, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ায় ফরিদপুরের নগরকান্দায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গসংগঠনেন নেতৃত্বে সোমবার পৌর শহর থেকে আনন্দ মিছিলটি বের করা হয়।
মিছিলটি নগরকান্দা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী মিছিলে অংশ নেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান মাহাতাব, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা, পৌর কৃষকদলের আহবায়ক জাহিদুর ইসলাম অনিক, পৌর কৃষক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শান্ত, যুবদল নেতা জাহিদুর রহমান জাহিদ, যুবদল নেতা তালুকদার মুরাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন আল মাহিন,পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন কুমকুম, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ, কৃষক দল নেতা আলমগীর, লিয়াকত, মিনহাজ, মুন্নু প্রমুখ।