
রবিউল হাসান (রাজিব), বিশেষ প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় দুস্থ ৫৬ টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় পাংশা উপজেলা পরিষদের চত্ত্বরে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমান আলী সরদার, মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ প্রমাণিত প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিটি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।