তেরখাদা প্রতিনিধি: খুলনা জেলার তেরখাদা উপজেলাধীন হাড়িখালী গ্রামে মো: আব্দুল কাদের ( প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ) হাড়িখালী কৃষি প্রযুক্তি ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ২০১০ সালে নিজস্ব জমিতে প্রতিষ্ঠা করেন বর্তমান কলেজ শাখাটি এমপিওভুক্ত । উক্ত প্রতিষ্ঠানে বর্তমানে কলেজ শাখায় ১৫৫ জন এবং স্কুল শাখায় ১৩০ জন শিক্ষার্থী অধ্যয়ন করিতেছে। গত ০৫/০৮/২০২৪ তারিখ আনুমানিক ৫:৫০ মিনিটে প্রতিষ্ঠানের পূর্ব শত্রুতার জের ধরে দিলদার বাহিনীর (১) দিলদার (২) সরফোউদ্দিন (৩) সোহবার শেখ (৪) নাইম হোসেন ( রোমান (৫) জাহাঙ্গীর শেখ (৬) নুর আলম শেখ (৭) জামাল ফকির (৮) ইমারত শেখ (৯) তরিকুল শেখসহ অজ্ঞাত আর ৫/৭ জন তাদের সহযোগী নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে অধ্যক্ষের রুমসহ অফিস কক্ষ, কম্পিউটার ল্যাব, সিসি ক্যামেরা ছাত্রছাত্রীদের মূল্যবান কাগজপত্রাদি অধ্যক্ষের আবাসন ব্যাপক আকারে ভাংচুর ও লুটপাট করে এবং অধ্যক্ষের উপর হামলা করে গুরুতর জখম করে তখন স্থানীয় বিএনপি ও জামায়াতে এর কর্মীরা দিলদার বাহিনীর হাত থেকে অধ্যক্ষকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।বর্তমানে তিনি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। উল্লেখ্য উক্ত দিলদার বাহিনী ১৬/১১/২০২০ সালে অধ্যক্ষকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করেছিল