বি এম রাকিব হাসান, খুলনা : মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড খুলনা। স্মারকলিপিতে মুক্তিযোদ্ধাদের অবমাননাকারী এবং আত্মস্বীকৃত রাজাকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির। এতে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, ইঞ্জিনিয়ার শেখ আবদুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা শেখ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বজলুর রশিদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ বন্দ, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা শেখ অহিদুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে মফিদুল ইসলাম টুটুল, মোহাম্মদ রাকিব, নাসির শেখ, ফারজানা আক্তার ববি প্রমুখ।