বি এম রাকিব হাসান, খুলনা : পবিত্র আশুরা উপলক্ষে খুলনায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। কারবালার শহীদদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে মিছিলে অংশ নেওয়া সবার মুখে ছিল হায় হোসেন, হায় হোসেন ধ্বনি। হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। সেদিনের নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতি শোক জানাতে প্রতি বছরের মতো বুধবার আশুরার দিনে সকালে খুলনার আলতাপোল লেনের আঞ্জুমান-এ-পাঞ্জাতানী থেকে তাজিয়া মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। কালো পতাকা ও পাঞ্জাবি পরে মিছিলে বিভিন্ন বয়সী নারী-পুরুষ যুবকরা অংশ নেয়। এর আগে আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর ইসলামী শিক্ষা কেন্দ্রে ইমাম হোসাইনের জন্য দোয়া ও তার প্রতীকী রওজা জিয়ারত করেন ভক্ত ও অনুরাগীরা। এছাড়াও নগরীর ফেরীঘাট মোড় ও খালিশপুর আলমনগর থেকেও শিয়া সম্প্রদায়ের লোকজন তাজিয়া মিছিল বের করে পৃথক পৃথক সময়ে।