নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ বলেছেন, গ্রামের তুলনায় শহরের বেশি বেশি করতে হবে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুলে গাছের চারা বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরিদপুর সামাজিক বনায়ন জোনের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি এসময় আরো বলেন, আমাদের দেশের গ্রাম এখনও সবুজ, গ্রামের খেত, মাঠ ঘাটে গেলে এখনও শীতল বাতাস পাওয়া যায়। যদিও সারা বিশ্বেই জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাতা বৃদ্ধি পেয়েছে। তাই গ্রামের পাশাপাশি শহরেও প্রচুর গাছ লাগাতে হবে। যার যুতুটু জায়গা আছে সেখানেই গাছ লাগাতে হবে। প্রয়োজনে বাড়ির ছাদে বাগান তৈরি করতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মাসুদা বেগম বুলু।
এসময় সদর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, সদস্য আবুল বাতিন, ডিক্রিরচর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, চরমাধবদিয়া ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন মন্ডল, কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিক ফকির, চেয়ারম্যান আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, গেরদা যুবলীগের সভাপতি রিয়াদ মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গির আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর সামাজিক বন বিভাগের আয়োজনে আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে গাছের চারা তুলে দেন। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে জলবায়ু পরির্বতনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষে গাছের চারা উত্তোলন (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের অনুকুলে এ গাছের চারা বিতরন করা হয়