
নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে কনজুমাস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ জানুয়ারি বুধবার শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ক্যাব ফরিদপুর জেলা কমিটির সহ-সভাপতি মোঃ আশরাফুজ্জামান দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ এর পরিচালনায় বক্তব্য রাখেন ক্যাব জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার নাগ, প্রচার সম্পাদক মুইজ্জুর রহমান রবি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম ফরহাদ, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফার ইয়াসমিন রুবি, নির্বাহী সদস্য মোঃ মহসিন মুন্সী প্রমুখ।
এ সময় কমিটির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এডভোকেট রইচ উদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ রবিউল হাসান রাজীব, নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ নুরুল ইসলাম আঞ্জু, মাসুদ আহমেদ, সুকুমার সাহা, মোহাম্মদ লুৎফর রহমান, সৈয়দা মাহমুদা জাহান পলি, লুবা বাতুল জান্নাত, নীরা জোয়াদ্দার প্রমূখ।
মতবিনিময় সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ ক্যাবের জেলা কমিটিকে সক্রিয় করনে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
বক্তারা ভোক্তা অধিকার প্রতিষ্ঠা এবং জেলা ও উপজেলা কমিটি সক্রিয় করণের ব্যাপারে আলোকপাত করেন।