নিজস্ব প্রতিবেদক :অবশেষে বিস্ফোরিত করা হলো সেই বোমাটিকে। গতকাল শনিবার সকালে আলিমুজ্জামান ব্রিজের পাশে উদ্ধারিত সেই প্রাণঘাতি বোমাটিকে আজ সকাল দশটার দিকে ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে ইলেকট্রিক সংযোগ দিয়ে এন্টি টোরিজমইউনিটের সদস্যরা বিস্ফোরিত করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইন্সপেক্টর শংকর সাহা বলেন এই বোমাটা ছিল অত্যন্ত শক্তিশালী ও প্রাণঘাতী।এটা ছিল রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিতএটা আইইডি এবং পাওয়ার সাপ্লাই দ্বারা সংরক্ষিত ।এটি বিস্ফোরিত হওয়ার সময় প্রায় ১৫ ফিট উপরে উঠে যায়।এটা বিস্ফোরিত হলে এলাকার মানুষের জন্য এবং জেলার বড় ধরনের ক্ষতি হতে পারত।একই সাথে প্রাণহানির আশঙ্কা থাকতো।এদিকে এই বোমা বিস্ফোরের সময় পুরো এলাকায় কম্পনের সৃষ্টি হয়। আজ সকালে বোমাটা বিস্ফোরণ হওয়ার পরে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি লক্ষ করা যায় ।