নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত।
আজ শুক্রবার সকাল১১ টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এর সভাপতিত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
নিম্নে মনোনয়নপত্র বৈধ প্রার্থীদের নাম ও রাজনৈতিক দল উল্লেখ করা হলো:
ক) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে নায়াব ইউসুফ আহম্মেদ
খ) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে আরিফা আক্তার বেবি
গ) বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মোঃ আবদুত তাওয়াব
ঘ) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে মোঃ রফিকুজ্জামান মিয়া
ঙ) ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কে,এম, ছরোয়ার।
ফরিদপুর-৩ আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে । এছাড়া স্বতন্ত্র এমপি প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ এর মনোনয়ন বাতিল করা হয়েছে।
, আগামীকাল ৩ জানুয়ারি ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে