নিজস্ব প্রতিবেদক : গত ২০ ডিসেম্বর সিমেক (জাপান-বাংলাদেশ-সিঙ্গাপুর ) আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য রাখেন আন্তর্জাতিক গবেষক এনগ্লোবালের সম্মানিত পরিচালক মোঃ রাইসুল ইসলাম ।
রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ এবং স্থায়ীভাবে সমাধানকল্পে কি পদক্ষেপ নেয়া যেতে পারে সে বিষয় পূর্ণাঙ্গ একটা বক্তব্য প্রেজেন্টেশন আকারে তুলে ধরেন ।
এ সময় উপস্থিত ছিলেন-ইউনাইডেটন্যাশন হাই কমিশন ফর রিফুউজি (UNHCR) -এর হেড অফ সাব অফিস বাংলাদেশ এ্যাস্ট্রিড ক্যাস্টেলিন ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ ,ড.শামীম রেজা , চেয়ারম্যান সিমেক এবং কনফারেন্স কনভেনর ড.শরিফুল ইসলাম , গবেষক আশরাফুল কবির তুহিন এবং বাংলাদেশ ,পাকিস্তান,সিঙ্গাপুর, শ্রীলংকা, জাপানসহ অন্যান্যদেশের গবেষকবৃন্দ ।