
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর আদালত/কোর্ট চত্বরে বিতর্কিত ফয়েজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র জনতা ও সমবায় ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জুলাই অভ্যুত্থানে হত্যার চেষ্টা মামলার আসামি এবং সমবায় ব্যাংকের গ্রাহকদের অর্থ আত্মসাৎকারী বিতর্কিত ব্যক্তি শেখ ফয়েজ আহমেদ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল, সাংবাদিক এস এম মনিরুজ্জামান, সমবায় ব্যাংকের সাবেক সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু, আরিফ শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা প্রমূখ।
বক্তারা শেখ ফয়েজ আহমেদের বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে সমালোচনা করেন।
বক্তারা বলেন জুলাই ছাত্র জনতার আন্দোলনে শেখ ফয়েজ আহমেদের ভূমিকা ছিল বিতর্কিত।
তিনি ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করে ফেসবুকে নানা ধরনের পোস্ট করেছেন অথচ এমন একজন ব্যক্তিকে কিভাবে সাহসী জুলাই সনদ প্রদান করা হলো?
বক্তারা বলেন জুলাই ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত সাংবাদিকবৃন্দ ছাত্র জনতার পক্ষে কথা বলেছেন, তাদেরকে বাদ দিয়ে ফয়েজ আহমেদের মত বিতর্কিত একজন ব্যক্তিকে জুলাই পদক প্রদান করায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
বক্তারা বলেন তিনি গতকাল গ্রেপ্তার হয়েছেন আমরা চাই তিনি যেন শাস্তি ভোগ করেন এবং তাকে যেন দ্রুত জামিন দেওয়া না হয়।
বক্তারা বলেন ফরিদপুর সমবায় ব্যাংকের ও বিভিন্ন সময়ে অর্থ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তারা শেখ ফয়েজ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ ফরিদপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।