নমোঃ সাইফুল ইসলাম, বরিশাল প্রতিনিধি : অপসো স্যালাইন ফার্মাসিটিক্যালসে ৫৭০ শ্রমিককে কোনও নোটিশ ছাড়াই ছাঁটাই করা হয়েছে। নভেম্বর ০১ তারিখ হতে তারা অপসো স্যালাইন ফ্যাক্টরের সামনে ভুখা মিছিল এবং অনুসন ধর্মঘট পালন করে। অপসোনিন ফার্মাসিটিক্যালের দুটি বিভাগ এসটিডি বিভাগ ও আইবিফুলিট বিভাগ। এই দুই বিভাগে প্রায় ১১০০ বেশি শ্রমিক কাজ করে। এসটিডি বিভাগের নোটিশ ছাড়া ছাঁটাই শ্রমিক কাজ করেন।
প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকের মাধ্যমে জানাযায়, এসটিডি বিভাগের ছাটাই করার কারণ হলো এসটিডি বিভাগ নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিল। শ্রমিক নেতারা বলেন, এটা কোন কারণ হতে পারে না। তাই তারা তাদের চাকরি ফিরে পেতে কোম্পানি ফ্যাক্টরের সামনে অনশন ধর্মঘটপালন করে। শ্রমিক ছাঁটাই খবর শুনে ২ জন শ্রমিক স্টক করেন।
ছাঁটাইকৃত শ্রমিক ফিরোজ জানান, ৪ বছর আগে সে এই প্রতিষ্ঠানের চাকরি শুরু করে এক বছর হলো সে স্থায়ী হয়েছে, এখন হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করতেছে।
আরেক ছাঁটাই করা শ্রমিক দীপক দা জানান, এই প্রতিষ্ঠানে ২০ বছর ধরে চাকুরী করছে হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় ফ্যামিলি নিয়ে প্রেশানীতে আছে। ছাঁটাই করা আরও এক শ্রমিক বেলাল জানান, ২০০৭ সালে সে কর্মজীবন শুরু করে এই অপসো স্যালাইন ফার্মাসিটিক্যাল ফ্যাক্টরিতে। ২০০৮ সালে কর্মরত অবস্থায় এক্সিডেন্ট করে তার ৫ টি আঙ্গুলসহ হাতের কব্জি সহ কাটা পড়ে। ২০১১ সালে তার চাকরি স্থায়ীকরণ হয় ২০২৫ সালের নভেম্বর ০১ তারিখে তাকে ছাটাই করা হয়। এমতাবস্থায় তার পরিবার নিয়ে জীবন যাপন করতে খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যেহেতু তার একটা হাত নেই সে ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান তাকে চাকরি দেবে না। এই নিয়ে মানসিকভাবে চিন্তায় ভেঙে পড়েছেন তিনি। তার কথা অনুপাত ডিসেম্বরে বাচ্চাদের বার্ষিক পরীক্ষার ফ্রি, জানুয়ারি মাসে বাচ্চাদের ভর্তি টাকা কোথায় থেকে যোগাড় করবে খুজে পাচ্ছে না। কোম্পানি জন্য তার এক হাত হারালো প্রতিদানে সে পেল কোম্পানি থেকে ছাঁটাই। গতকাল শ্রমিক নেতা ও শ্রমিক সহ জেলা প্রশাসক এর নিকট গিয়েছিল। জেলা প্রশাসক আমাদের আশ্বাস প্রদান করছেন ১২ নভেম্বর এর সামাধান করবে।এদিকে, অপসো স্যালাইন ফার্মার চাকরিচ্যুত ৫৭০ জন শ্রমিককে পুনর্বহালসহ দুই দফা দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিকরা।
এ সময় তারা অভিযোগ করেন, “চাকরি ফিরে পেতে আন্দোলন করায় অপসো স্যালাইন ফার্মা মালিক চাকরিচ্যুত শ্রমিকদের গতমাসের বকেয়া বেতনও পরিশোধ করেনি।” তাই আন্দোলনের তহবিল পরিচালনা করার জন্য গতকাল রবিবার থেকে গণঅনুদান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
তাদের দাবি দুটি হলো- অবিলম্বে অপসো স্যালাইন ফার্মায় অন্যায় ও বেআইনিভাবে পাঁচ শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের অমানবিক সিদ্ধান্ত বাতিল করা এবং দ্বিতীয় দাবিটি হলো- অপসো স্যালাইন ফার্মায় অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে।সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্যে শ্রমিক নেতা অসিত দাস বলেন, “গত ২৯ বিনামেঘে বজ্রপাতের মত এক আকস্মিক বিজ্ঞপ্তিতে কোম্পানি আমাদের পাঁচশতাধিক শ্রমিকের চাকরি অবসান করে। আমাদের মধ্যে কারও চাকরির বয়স ২০ বছর, কারও ৩০ বছর। কোনো কারণ দর্শানো ছাড়া এই নির্মম অমানবিক নোটিশ আমাদের পাঁচশতাধিক পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছে।”
তারা বলেন, “কারখানায় শ্রমিকদের অধিকার আদায়ে আমরা গত ২৫ সেপ্টেম্বর ‘অপসো স্যালাইন ফার্মা শ্রমিক ইউনিয়নের’ নামে একটি ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়েছি। এই ট্রেড ইউনিয়ন করার এক মাস পরেই প্রতিষ্ঠান মালিক এরকম গণহারে পাঁচশতাধিক শ্রমিক একযোগে ছাঁটাই করেছে- যা গত চল্লিশ বছরেও হয়নি।”
তারা আরও বলেন, “ছাঁটাইয়ের নোটিশ পাওয়ার পর থেকে আমরা কারখানার গেটে জীবিকার তাগিদে অবস্থান নিতে বাধ্য হয়েছি। আমরা জানি, এতে নগরবাসীর চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে। কিন্তু আমাদের পরিবারের অন্ন সংস্থানের একমাত্র উপায় এই চাকরি ফিরে পেতে আমরা নিরুপায় হয়ে রাস্তায় অবস্থান করছি। আমরা নগরবাসীর প্রতি আমাদের এই যৌক্তিক আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে আহ্বান জানাই।”
শ্রমিকরা জানান, দাবি আদায়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা। দাবি না মানলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।