নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরের পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ফরিদপুর পুলিশ লাইনস্ মাল্টিপারপাস হলে পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের আয়োজনে শিক্ষকমন্ডলী দের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ও সভাপতি, পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর।
সভায় তিনি শিক্ষকমণ্ডলীদের সুবিধা-অসুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন এবং ব্যবস্থা গ্রহণ করেন।
এছাড়াও শিক্ষকদের ভুমিকা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামো ও পরিবেশগত উন্নয়ন, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিকরণসহ শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার
(প্রশাসন ও অর্থ), ফরিদপুর ও মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ, অধ্যক্ষ,
পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরসহ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।