সাইফুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
আরও উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, কৃষক দলের সভাপতি মোঃ বাচ্চু এছাড়া আরো উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার বিএনপি'র কান্ডারী সাবেক ভিপি মোঃ মাহমুদ হোসেন এছাড়া আরও উপস্থিতি ছিল বিএনপির নেতৃত্ববৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি একটি জনগণের দল—এ দলের শক্তি জনগণ। নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে এবং আগ্রহী নাগরিকদের সদস্যপদ নবায়নের মাধ্যমে বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করা হবে। এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপি আরও ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও আন্দোলন-সংগঠনের উপযোগী রূপে আত্মপ্রকাশ করবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে জেলা কমিটির তত্ত্বাবধানে ইউনিয়ন পর্যায়েও সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ভান্ডারিয়া উপজেলা শাখা ও বর্তমান ভান্ডারিয়া পৌর বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন ওয়ালিদ আজ তার নিজের নবায়ন ফি জমা দিয়ে, বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি নবায়ন রসিদ সংগ্রহ করেন।
তিনি গণমাধ্যমকে জানান, পিরোজপুর জেলায় বাংলাদেশ জাতীয় পার্টির দল বিএনপি কে শক্তিশালী করার জন্য ও দলকে সুসংগঠিত করার জন্য নিরলস পরিশ্রম করে যাবে।
উল্লেখ্য, প্রতিটি সদস্য সংগ্রহ ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। একই সঙ্গে যারা ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কেউ যাতে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত না হতে পারে এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।