নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে বিশ্বমান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্বমান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসন ও বি এস টি আই এর আয়োজনে
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর
সিভিল সার্জন মাহমুদুল হাসান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন ফরিদপুর বিএসটিআইয়ের সহকারী পরিচালক ও অফিস প্রধান কামাল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ফরিদপুর ও রাজবাড়ী জেলার জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, সিনিয়র কৃষি বিতরণ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ মোল্লা, আলোকিত প্রতিদিন এর ফরিদপুর জেলা প্রতিনিধি গৌতম ভদ্র, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলু, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দ কুমার বড়াল পদ্মা এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, এসডিসি ফরিদপুর এর কো-অর্ডিনেটর রোকসানা পারভীন, মোহাম্মদ জসিম উদ্দিন ।
অনুষ্ঠানে বিএসটিআইয়ের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন প্রকৌশলী মোহাম্মদ সোহরাব হোসেন।
বক্তারা বিএসটিআইয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে বলেন।
ফরিদপুরে বিএস টি আই এর কার্যক্রম ভালো এবং আগামী দিনে আরো ভালো হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি বিভিন্ন খাদ্য পণ্য ঔষধ পণ্য ভোগ্য পণ্য সহ অন্যান্য কর্মকাণ্ডে তাদের আরো মনিটরিং করতে হবে। সাধারণ জনগণ যাতে মান সম্মত খাবার পেতে পারে এবং তাদের কষ্টার্জিত টাকার মধ্যে যেন মানসম্মত একটি পণ্য পেতে পারে এবং পণ্যের গুণগতমান অক্ষুন্ন রাখতে সেজন্য এ প্রতিষ্ঠানকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে পন্যের গুণগত মান অক্ষুন্ন রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
এছাড়া সকলের সহযোগিতার ফলে বিএসটিআই আগামী দিন আরো ভালো কাজ করবে বলে অনুষ্ঠান থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।