নুরুল ইসলাম আনজু : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন, আমার রাজনৈতিক উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আমার পরিবার সব সময় সাধারণ মানুষের কল্যানে রাজনীতি করেছে। আমার দাদা আমার আব্বা সারাজীবন সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং তাদের সেবা করেছেন, আমি আশা করবো আপনারা আমার পাশে থাকবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
ফরিদপুরে বুধবার রাত সাড়ে নয়টায় শহরের নীলটুলিতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে জেলা স্বর্ণ শিল্পী ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ এ কথা বলেন।সংগঠনের সভাপতি সজল কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি। অন্যানের মধ্যে বক্তব্য দেন ও বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার দাস, স্বর্ণশিল্পী ইউনিয়নের সাধারণ সম্পাদক শীতল কর্মকার নয়ন প্রমুখ।
ফরিদপুর-৩ (সদর) আসন এর সাবেক এমপি ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন বক্তরা,আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার কন্যা চৌধুরী নায়াব ইউসুফের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী নেত্রী সুপ্রিয় দত্ত ।####
১৮.০৯.২৫