নিজস্ব প্রতিবেদক:গাছ আমাদের বন্ধু /অক্সিজেনের সিন্ধু / গাছের ফল না বিকাবো/ পাখির জন্য রেখে খাবো - এই শ্লোগানে উন্নত জাতের দেশি-বিদেশি কলমের নানান ফলের চারা নিয়ে গত ৬ই সেপ্টেম্বর ঢাকা জেলার কেরানীগঞ্জ হতে শুরু করে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে থাই ডালিমের ও বকুলফুলের চারা এবং আসমানীদের বাড়িতে ব্যানানা ম্যাংগু চারা রোপণ করা হয়। এ সময়ে পল্লীকবি জসীমউদ্দীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান করেন বৃক্ষবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী, অমিয় বাউল ও নাসরীন আক্তার। বৃক্ষবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিল্টন, কোষাধ্যক্ষ এ.কে.এম. মাহবুবুর রহমান, প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন ও আবু তাহের সান্টু, বেদৌরা আলী শিমুল, রবিউল হক সেরনিয়াবাত, হায়দার আলী উপদেষ্টাগণসহ সংগঠনের ৩৩ সদস্যের একটি দল এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি ও চলচ্চিত্র অভিনেতা বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘের সহ সভাপতি ইকবাল বাবু, প্রখ্যাত লোকগবেষক ও লেখক সৈয়দা আঁখি হক এবং ফরিদপুরের সম্মাননীয় কয়েকজন সাংবাদিক। সংগঠনটির পক্ষ থেকে পল্লীকবি'র প্রতি সম্মাননা ও বৃক্ষরোপণে সচেতনতার জন্য অমিয় বাউলকে সম্মাননা দেয়া হয়। স্থানীয়দের মাঝেও ব্যানানা ম্যাংগুর চারা উপহার দেয়া হয়। আনন্দভ্রমণ, বৃক্ষরোপণ ও জ্ঞানান্বেষণের মাধ্যমে সামাজিক সংগঠনগুলো ফলদবৃক্ষ রোপণে উৎসাহিত হবে বলে বৃক্ষবন্ধু পরিষদের সভাপতি মো. বাবুল মিয়া আশা প্রকাশ করেন।