নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে রাতের আঁধারে নামিদামি ব্র্যান্ডের গ্যাসের সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস বিক্রি করার অভিযোগে তোফাজদ্দীন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযোগের সত্যতা পাওয়ায় এ সময় দুই লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, তোফাজদ্দীন ফিলিং স্টেশনে গোপনে গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে এলপিজি সহ অন্যান্য সিলিন্ডারে গ্যাস ভরার কার্যক্রম চলছিল। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম চালালে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।